তুরাগে নৌকাডুবি: ২০ হাজার টাকা করে পাবে মৃতের পরিবার

গাবতলীর তুরাগ নদীতে নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত চার শিশুসহ পাঁচ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের লাশ দাফনে মৃতের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে সাভার উপজেলা প্রশাসন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, ‘নৌকাডুবির ঘটনায় মৃত প্রত্যেকের লাশ দাফনে ২০ হাজার টাকা অনুদান দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।’

সাভার উপজেলার ইউএনও মজিহারুল ইসলাম বলেন, ‘প্রতিমন্ত্রীর নির্দেশে ঢাকা জেলা প্রশাসকের মাধ্যমে মৃতদের পরিবারকে লাশ দাফনের জন্য ২০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে।’

উল্লেখ্য, শনিবার (৯ অক্টোবর) সকালে গাবতলীর তুরাগ নদীতে বাল্কহেডের সঙ্গে একটি নৌকার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নৌকাটি তলিয়ে গেলে ১৮ যাত্রী ডুবে যায়। সাঁতরে ১০ জন পাড়ে উঠলেও বাকিরা নদীতে তলিয়ে যায়। এখন পর্যন্ত ডুবুরি দল চার শিশুসহ পাঁচ জনের লাশ উদ্ধার করেছে।