স্ত্রীকে ‘ব্যাকআপ’ প্রার্থী করলেন স্বামী

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ১১ নভেম্বর। এবার বর্তমান ইউপি চেয়ারম্যান শেখ মো. সাজেদুল আলম স্বাধীনের বিপরীতে ভোটের মাঠে নেমেছেন তার স্ত্রী লিলি আক্তার। দুই জনই স্বতন্ত্র প্রার্থী। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

তবে লিলি আক্তার বলছেন, প্রতিদ্বন্দ্বিতা মূল উদ্দেশ্য নয়, নির্বাচনি কৌশল হিসেবে স্বামীকে সহযোগিতা করতে ভোটে দাঁড়িয়েছেন তিনি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব রোমান চৌধুরী জানান, সিংগাইরের ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যন পদে ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। গত ২৬ অক্টোবর শেষ দিনে পাঁচটি ইউনিয়নের নয় জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। চারিগ্রাম ইউনিয়নে চার জনের মধ্যে একজন মনোনয়নপত্র প্রত্যাহার করলেও ভোটের মাঠে থেকে যান আওয়ামী লীগ প্রার্থী রিপন হোসেন, শেখ সাজেদুল আলম ও লিলি আক্তার।

পর পর দুই বার বিপুল ভোটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শেখ সাজেদুল আলম স্বাধীন। এবার তার প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রিপন হোসেন।

শেখ সাজেদুল আলম বলেন, আমার স্ত্রীকে ‘ব্যাকআপ’ হিসেবে প্রার্থী করিয়েছি। এটা আমাদের নির্বাচনি কৌশল। নির্বাচন সুষ্ঠু হলে এবারও বিপুল ভোটে বিজয়ী হবো।