রাস্তায় ফেলে রাখা স্ল্যাবে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুরে মহাসড়কের পাশে ফেলে রাখা স্ল্যাবে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১১ নভেম্বর) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাছা থানার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মমতাজুল ইসলাম (৩৮) পোশাকশ্রমিক। নেত্রকোনার পূর্বধলা উপজেলার নজরুল ইসলামের ছেলে তিনি। গাজীপুর মহানগরের ভোগড়া এলাকার টেকনো ফাইভার লিমিটেড পোশাক কারখানায় মার্চেন্ডাইজার হিসেবে চাকরি করতেন।

গাছা থানার এসআই শাহ ফরিদ আহমেদ বলেন, সকালে মোটরসাইকেলযোগে টঙ্গীর বনমালা রোড এলাকার বাসা থেকে ভোগড়ায় কারখানায় যাচ্ছিলেন মমতাজুল ইসলাম। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাছা থানার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে মহাসড়কের পাশে ফেলে রাখা স্ল্যাবের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, বিআরটি’র আওতায় ওই মহাসড়কের উন্নয়নকাজ চলমান রয়েছে। নির্মাণশ্রমিকরা মহাসড়কের বিভিন্ন স্থানে নির্মাণসামগ্রী ফেলে রাখায় এ দুর্ঘটনা ঘটেছে। একই সঙ্গে প্রতিদিন এ জন্য যানজটের সৃষ্টি হচ্ছে।