গাজীপুর মহানগরের টঙ্গীতে পোশাকশ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আবু হানিফ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। তিনি কুমিল্লার দেবীদ্বার উপজেলার ছোট আলমপুর গ্রামের জাফর আলীর ছেলে। সোমবার (১৫ নভেম্বর) সকালে আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৬ নভেম্বর) টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার পিযুষ কুমার দে গ্রেফতারের তথ্য জানান।
ভুক্তভোগী নারী ১৪ নভেম্বর (রবিবার) দিবাগত মধ্যরাতে তিন জনকে অভিযুক্ত করে করে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন। মামলার অপর আসামিরা হলেন টঙ্গীর পূর্ব আরিচপুর ভূঁইয়া পাড়া এলাকার মনির ভূঁইয়ার ছেলে সজীব ভূঁইয়া (২৩) ও একই এলাকার মৃত সিরাজ সিকদারের ছেলে হাবিবুর রহমান তুষার (২৫)।
মামলার বরাত দিয়ে পুলিশ কমিশনার পিযুষ কুমার দে জানান, নির্যাতিত নারী স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। গত ১৪ নভেম্বর (রবিবার) দিবাগত রাত ১২টায় কারখানা ছুটির পর সে তার আরিচপুরের ভাড়া বাসায় ফিরছিলেন। পথে স্থানীয় শহীদ স্মৃতি স্কুলের সামনে পৌঁছালে অভিযুক্তরা তাকে তুলে নিয়ে পূর্ব আরিচপুর এলাকার সিরাজ শিকদারের বাড়ির একটি কক্ষে আটকে রাখে। সেখানে তিনি সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এক সময় পোশাককর্মীর ডাক-চিৎকারে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে ওই নারী পরিচিত স্থানীয় এক নারীর সহযোগিতায় টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।
বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন ওসি।