মেয়েকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে মা, সেখানেই শুনলেন ঘরে ঝুলছে ছেলের লাশ

এসএসসি পরীক্ষার্থী মেয়েকে নিয়ে মঙ্গলবার সকাল ৯টার দিকে কেন্দ্রে যান মা সালমা বেগম। ঘণ্টাখানেক পর খবর পেয়েছেন তার ছোট ছেলে আশিক আহমেদের (১৩) লাশ ঝুলছে ঘরে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলার ঘোনারচালা গ্রামে এ ঘটনা ঘটে।

আশিক ওই এলাকার সালমা বেগম ও প্রবাসী আলী আকবরের ছেলে। সে ঘোনারচালা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

মা সালমা বেগম বলেন, ‘মেয়ের এসএসসি পরীক্ষা থাকায় তাকে নিয়ে সকাল ৯টার দিকে সখীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যাই। এ সময় আশিক মোবাইল ফোন বাসায় রেখে যাওয়ার বায়না ধরে। কিন্তু আমি ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে চলে যাই। আশিক বেশিরভাগ সময় মোবাইলে গেমস খেলতো। ঘণ্টাখানেক পর জানতে পারি, আমার ছেলে মারা গেছে। পরে বাড়িতে ফিরে দেখি, তার লাশ ঝুলছে।’

স্থানীয়দের দাবি, মায়ের কাছ থেকে মোবাইল ফোন না পেয়ে আশিক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সখীপুর থানার এসআই মজিবর রহমান বলেন, ‘পরিবারের কোনও অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’