‘দেশে ১৫ শতাংশ রোগী লং কোভিডে ভুগছেন’

নরসিংদীতে ‘করোনার দীর্ঘমেয়াদি জটিলতা নিরসনে করণীয়’ শীর্ষক এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে নরসিংদী শহরের একটি রেস্তোরাঁয় বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) নরসিংদী জেলা শাখা এই সেমিনারের আয়োজন করে। এ সময় জেলার দেড় শতাধিক চিকিৎসক উপস্থিত ছিলেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির সভাপতি ড. মো. মোজাম্মেল হক কমলI প্রবন্ধে জানানো হয়, বর্তমানে বাংলাদেশে প্রায় ১৫ শতাংশ রোগী লং কোভিডে ভুগছেন। দীর্ঘ সময় ধরে কোভিডের প্রকোপ দেহে অবস্থান কালে যেসব উপসর্গ দেখা দেয় তার মধ্যে অবসাদগ্রস্ততা, দীর্ঘস্থায়ী কাশি, পেশির দুর্বলতা, অল্প জ্বর থাকা, স্বাদ ও গন্ধ কমে যাওয়া, গলা ব্যথা, বুকে ব্যথা, বুক ধড়ফড় করা, কাজে মনোযোগহীনতা, স্মৃতিশক্তি লোপ পাওয়া, হতাশা, দুশ্চিন্তা, ডায়রিয়া, ডায়াবেটিস, উচ্চরক্ত চাপ, চর্ম রোগ, কিডনি রোগ এবং রক্ত জমাট বাঁধা অন্যতমI লং কোভিডের সব জটিলতাগুলো এখনও নিশ্চিতভাবে বলতে পারছেন না বিজ্ঞানীরাI তবে বিশ্বের প্রায় সব দেশেই নতুন করে উদ্বেগের বিষয় হতে যাওয়া লং কোভিড শনাক্ত, প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে জাতীয় পর্যায়ে উদ্যোগ নেওয়া হয়েছেI

লং কোভিড চিকিৎসার জন্য এখনও কোনও প্রমাণিত ওষুধ না থাকায় সারাদেশে সরকারি-বেসরকারি সব হাসপাতালে সময়মতো প্রতিরোধ ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে পৃথক পরিষেবা প্রণয়নের ওপর সেমিনারে গুরুত্ব আরোপ করা হয়I

সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডা. অসীম কুমার সাহা। সঞ্চালক ছিলেন ডা. সাজেদুল হক অপু। লং কোভিড বিষয়ে আলোচনায় অংশ নেন ডা. এ টি এম গোলাম দাস্তগীর, ডা. আমিরুল হক শামীম, ডা. এহতেশামুল হক ও সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম প্রমুখ।