ডাকাতির মালামাল উদ্ধারের দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার এবং ডাকাতদের গ্রেফতারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গোল্ড থ্রেড পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (২৯ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় শ্রীপুর পৌরসভার গিলাবেড়াইদ (গড়গড়িয়া মাস্টারবাড়ী) এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, জয়দেবপুর থানার মেম্বারবাড়ী এলাকায় তাদের কারখানার মালামাল রাখার জন্য একটি গোডাউন রয়েছে। গত ২৩ নভেম্বর রাতে ওই গোডাউন থেকে মূল্যবান মেশিনসহ কাঁচামাল লুট করে ডাকাতরা। ডাকাতি হওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ মালামাল উদ্ধার করতে পারেনি। মালামাল উদ্ধার না হওয়ায় কাঁচামাল সংকটে সোমবার (২৯ নভেম্বর) সকাল থেকে উৎপাদন বন্ধ রয়েছে। এতে শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছেন। বিক্ষুব্ধ শ্রমিকরা দুপুর পর্যন্ত কারখানার ভেতরে শান্তিপূর্ণ অবস্থান করে বিকাল সাড়ে ৩টায় মহাসড়ক অবরোধ করেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, মহাসড়ক অবরোধের খবর পেয়ে মাওনা হাইওয়ে পুলিশ, থানা পুলিশ এবং শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে বিকাল ৪টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

জয়দেবপুর থানার ওসি মাহতাব উদ্দিন জানান, গোডাউন থেকে মূল্যবান মেশিনসহ কাঁচামাল লুট হওয়ার ঘটনায় পরদিন কারখানার পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এজাহার নামীয় এবং অজ্ঞাত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।