লিফটের জন্য করা গর্ত থেকে শ্রমিকের লাশ উদ্ধার

চাকরিতে যোগদানের মাত্র তিন দিনের মাথায় গাজীপুরের একটি কারখানা থেকে আরিফ হোসেন (২৭) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মহানগরীর সদর থানার আদাবৈ এলাকার জিএফসি (ফ্যান) কারখানার একটি গর্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আরিফ মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরের চর ইউনিয়নের শিকদারকান্দি গ্রামের ফজলুর ছেলে।

জিএফসি ফ্যান কারখানার ম্যানেজার আরিফ হোসেন জানান, কারখানার চারতলা ভবনে লিফটের জন্য স্থান নির্ধারণ করা থাকলেও লিফট স্থাপন করা হয়নি। মঙ্গলবার (৩০ নভেম্বর) আরিফ বাটি সেকশনে অপারেটর পদে চাকরিতে যোগ দেন। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে এক সহকর্মীর সঙ্গে খাবার খেয়ে কারখানা ভবনের চতুর্থ তলায় লিফটের জন্য নির্ধারিত খালি জায়গার পাশে মেঝেতে শুয়ে ঘুমিয়ে পড়ে। শুক্রবার ভবনের নিচে মাটিতে লিফটের জন্য করা গর্তের পানিতে আরিফের লাশ দেখতে পায় কারখানার কর্মীরা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার এসআই আরিফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলের ওই গর্ত থেকে লাশটি উদ্ধার করে। লাশটি সেখানকার জমে থাকা পানিতে ভাসছিল। শরীরে কোনও আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কারখানার কয়েক কর্মীকে থানায় এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।