কিশোরগঞ্জের ২৪ ইউপিতে থাকছে না নৌকা প্রতীক

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীক থাকছে না কিশোরগঞ্জের হাওরের তিন উপজেলায়। উপজেলাগুলো হলো ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম। তিন উপজেলার ২৪ ইউনিয়নে আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে কাউকে মনোনয়ন দেওয়া হবে না। বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক।

তিনি বলেন, আমার সংসদীয় আসনের তিন উপজেলায় কখনও নৌকা প্রতীক পরাজিত হয়নি। এখানে আওয়ামী লীগের প্রচুর যোগ্য মনোনয়নপ্রত্যাশী নেতা রয়েছেন। নৌকা প্রতীক দেওয়া হলে বিজয়ী কিংবা পরাজিত যারা হবেন তারা আওয়ামী লীগেরই। যোগ্য কাউকে মনোনয়ন দিলে অন্যদিকে যোগ্য আরও অনেকে বাদ পড়বেন। সবদিক বিবেচনা করে শান্তি শৃঙখলা যাতে বিনষ্ট না হয় সেজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য আমি আওয়ামী লীগের সভাপতি ও মনোনয়ন বোর্ডের কাছে আবেদন করেছিলাম। আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, পঞ্চম ধাপে ৫ জানুয়ারি মিঠামইন উপজেলার সাত ও অষ্টগ্রাম উপজেলার আট ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ইটনা উপজেলার ৯ ইউপিতে ভোটগ্রহণ হবে পরের ধাপে। এই উপজেলার ইউনিয়নগুলোর এখনও তফসিল ঘোষণা হয়নি।

হাওর অধ্যুষিত তিন উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম নিয়ে গঠিত সংসদীয় আসনটি স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগের শক্ত ঘাঁটি। এই আসন থেকে রাষ্ট্রপতি আবদুল হামিদ ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বর্তমানে রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক টানা তিনবারের সংসদ সদস্য।