ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকলে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ ডিসেম্বর) ভোরে দেওভোগ পানির ট্যাংকির মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ফতুল্লা মডেল থানায় মামলা করেছে।

গ্রেফতারকৃত হলো—ফতুল্লার দেওভোগ লিচুবাগের মো. জামিল হোসেনের ছেলে জিএম রাফি (২০), দেওভোগ পাক্কা রোড এলাকার মোবারকের বাড়ির ভাড়াটিয়া আলেকের ছেলে অপূর্ব (২০), বন্দর থানার সাবদীর সেকান্দার খানের ছেলে সবুজ (২১), ফতুল্লা থানার দেওভোগ দাতা সড়কের অ্যাডভোকেট সোহাগের ভাড়াটিয়া কিতাব আলীর ছেলে রাকিব হোসেন (২০) ও একই থানার লিচুর বাগের মৃত সালউদ্দিনে ছেলে রাজন (২০)।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সোহাগ শাহ জানান, ফতুল্লার দেওভোগের পানির ট্যাংকি এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় দুটি চাকুসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

ফতুল্লা মডেল থানার ওসি রাকিউজ্জামান জানান, এলাকায় তারা বখাটে হিসেবে পরিচিত। ডাকাতির প্রস্তুতির মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।