নারায়ণগঞ্জ সিটি নির্বাচন

আইভী-তৈমুরসহ ৬ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, ২ জনের বাতিল

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারসহ ছয় জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া দুই মেয়র প্রার্থী কামরুল ইসলাম বাবু এবং সুলতান মাহমুদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার।

সোমবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের সামনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের উপস্থিতিতে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আট মেয়র প্রার্থীসহ শতাধিক কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র যাচাই করা হয়।

প্রথমে মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই করা হয়। এ সময় আওয়ামী লীগ প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী, স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, ইসলামী আন্দোলনের প্রার্থী মাসুম বিল্লাহ, বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী রাশেল ফেরদৌস, খেলাফত মজলিসের প্রার্থী এবিএম সিরাজুল মামুন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী জসিম উদ্দিনের বৈধ ঘোষণা করা হয়। এ সময় সিটি করপোরেশন, পুলিশ প্রশাসন, ব্যাংক বিভাগ, আয়কর বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তবে বাংলাদেশ ব্যাংকের সিআইবির তথ্যে প্রিমিয়ার ব্যাংকের ঋণ খেলাপের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম বাবু ও দাখিলকৃত ভোটার তালিকায় গরমিল পাওয়ার অভিযোগে স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়।

মাহফুজা আক্তার জানান, মেয়র পদে ছয় জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি দুজনের প্রার্থিতা ভুল তথ্য প্রদান ও ঋণখেলাপি হওয়ায় বাতিল করা হয়েছে। সাধারণ কাউন্সিলর পদে ১৬৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। যাচাইয়ে সাধারণ কাউন্সিলর পদে দুই জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যারা বৈধ হননি তারা চাইলে আপিল করতে পারবেন। আগামী ১৬ জানুয়ারি ইভিএম পদ্ধতিতে ২৭টি ওয়ার্ডে ভোট অনুষ্ঠিত হবে।