৩০ ভাগ সিলেবাস বহালের দাবিতে মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

২০২২ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস ৭০ শতাংশ কমিয়ে ৩০ শতাংশ করার দাবিতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে ঘণ্টাব্যাপী মহাসড়কের টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকায় অবস্থান নেয় শিক্ষার্থীরা।

সড়ক অবরোধের ফলে মহাসড়কের উত্তরবঙ্গমুখী এলেঙ্গা ও ঢাকামুখী করটিয়া বাইপাস পর্যন্ত যানযটের সৃষ্টি হয়। পরে স্থানীয় প্রশাসন ও পুলিশের সহায়তায় অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। 

এর আগে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ কর্মসূচিতে যোগ দেয় টাঙ্গাইলের সৃষ্টি স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।

একাধিক শিক্ষার্থী জানায়, ২০২১ সালের এসএসসি শিক্ষার্থীদের জন্য ৩০ ভাগ সিলেবাস বহাল ছিল। ২০২২ সালের শিক্ষার্থীদের জন্য ৩০ ভাগ সিলেবাসের সুযোগ রাখা হয়নি। তবে করোনা মহামারির কারণে আমরা পর্যাপ্ত লেখাপাড়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছি। এ কারণে আমরা ৩০ ভাগ সিলেবাস বহাল রাখার দাবি জানাচ্ছি। ইতোপূর্বে একই দাবিতে আমরা জেলা প্রশাসকের কাছে গেছি। কোনও আশ্বাস না পাওয়ায় আমরা বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধের মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা করছি।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন বলেন, শিক্ষার্থীরা ৩০ ভাগ সিলেবাস বহাল রাখার দাবিতে মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে জেলা প্রশাসনের কর্মকর্তারা এসে শিক্ষার্থীদের দাবি বিবেচনার আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।