গাজীপুরে ৮ নেতাকর্মীকে বহিষ্কার করলো আ.লীগ

দলীয় নির্দেশ অমান্য করে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় গাজীপুরের শ্রীপুরের আট নেতাকর্মীকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হিমু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সাখাওয়াত হোসেন শামীম, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সিরাজুল হক মাতাব্বর, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম, অপর সদস্য শামীম সাজিদ, শ্রীপুর উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান মন্ডল, অপর সদস্য সফি উদ্দিন দেওয়ান, বরমী ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য তোফাজ্জল হোসেন এবং গোসিংগা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সাজেদুল ইসলাম সাজু।

হুমায়ুন কবির হিমু জানান, আগামী ৫ জানুয়ারি শ্রীপুরের আট ইউনিয়নে ভোট হবে। নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ (১১) ধারা মোতাবেক উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সিদ্ধান্তে তাদেরকে আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।