দুই প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় দেড় ঘণ্টা বন্ধ ভোটগ্রহণ

কি‌শোরগঞ্জের ক‌টিয়াদী উপ‌জেলার জালালপুর ইউ‌নিয়া‌নে চরপু‌ক্ষিয়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক‌দের ম‌ধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

রবিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দি‌কে এ ঘটনার পর ওই কেন্দ্রে দেড় ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। এ সময় প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আন‌তে পু‌লিশ বেশ ক‌য়েক রাউন্ড ফাকা গু‌লি ছোড়ে। প‌রে অ‌তি‌রিক্ত পু‌লিশ আসলে আবারও ভোটগ্রহণ শুরু হয়।

এদি‌কে হো‌সেনপুর উপ‌জেলার জিনা‌রি ও সিদলা ইউ‌নিয়‌নের দু‌টি কে‌ন্দ্রে চেয়ারম্যান প্রার্থী‌দের সমর্থক‌দের ব্যালট পেপার ছিনতাই‌য়ের চেষ্টা ও মারামা‌রি ঘটনা ঘটে। এরপর দু‌টি কে‌ন্দ্রের ভোট এক ঘণ্টা স্থ‌গিত রাখা হয়। প‌রে আবার সেখা‌নে ভোটগ্রহণ শুরু হয়েছে।

কি‌শোরগ‌ঞ্জের এস‌পি মাশরুকুর রহমান খা‌লেদ জানান, বর্তমা‌নে পরিস্থিতি স্বাভা‌বিক র‌য়ে‌ছে। ভোটাররা শা‌ন্তিপূর্ণভা‌বে ভোট দি‌চ্ছেন।