নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন

কালো টাকা ছড়ানোর অভিযোগ আইভীর, কারা ছড়াচ্ছে প্রশ্ন তৈমুরের

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী অভিযোগ করেছেন, একটি পক্ষ ভোটারদের প্রভাবিত করতে কালো টাকা ছড়াচ্ছে। তার অভিযোগ প্রসঙ্গে স্বতন্ত্র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার প্রশ্ন ছুড়েছেন—কারা ছড়াচ্ছে কালো টাকা?

রবিবার (২ জানুয়ারি) দুপুরে নির্বাচনি প্রচারণার সময় এমন অভিযোগ করেন আইভী। বিকালে তার অভিযোগের প্রতিক্রিয়া জানান তৈমুর আলম। দুই প্রার্থীর অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্য দিয়ে চলছে নির্বাচনি প্রচারণা ও গণসংযোগ।

এদিকে বসে নেই কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরাও। তারাও জোরেশোরে প্রচারণা চালাচ্ছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, চলছে লিফলেট ও প্রচারপত্র বিতরণ। মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন আত্মীয়-স্বজন এবং সমর্থকরা।

এই নির্বাচনে মেয়র পদে সাত প্রার্থীকে চূড়ান্ত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তারা হলেন আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী, স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, ইসলামী আন্দোলনের প্রার্থী মাসুম বিল্লাহ, বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী মো. রাশেদ ফেরদৌস, খেলাফত মজলিসের প্রার্থী এবিএম সিরাজুল মামুন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী জসিম উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম বাবু। সাত মেয়র প্রার্থীর মধ্যে আইভী ও তৈমুর আলমের নির্বাচনি প্রচারণা এখন তুঙ্গে।

নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ জন নির্বাচন করছেন। সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৪ জন লড়ছেন। ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সেলিনা হায়াৎ আইভী সিটি করপোরেশনের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালিয়েছেন। তিনি ৪ নম্বর ওয়ার্ডের শিমরাইল, আটি, আজিবপুর, ৫ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ বাজার, ওমপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগের পর সাংবাদিকদের কাছে সেলিনা হায়াৎ আইভী অভিযোগ করেন, ‘নির্বাচনে একটি পক্ষ ভোটারদের প্রভাবিত করতে কালো টাকা ছড়াচ্ছে। কালো টাকার ব্যবহার রোধে প্রশাসন ও গণমাধ্যমকে সক্রিয় হতে হবে। যাতে কেউ জনগণকে ভোটাধিকার প্রয়োগে প্রভাবিত করতে না পারে। আমি সবার সহযোগিতা চাই।’

অপরদিকে, তৈমুর আলম খন্দকার রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ১৬ নম্বর ওয়ার্ডের দেওভোগ, শুকুরকারী, ১ নম্বর ওয়ার্ডের বাবুরাইল ও ২ নম্বর ওয়ার্ডের বাবুরাইলসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। 

এ সময় আইভীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে তৈমুর আলম খন্দকার বলেন, ‘কারা কালো টাকা ছড়াচ্ছে? বিষয়টি আমার জানা নেই। আমি জনগণের প্রার্থী। জনগণের কাছে ভোট চাচ্ছি। প্রশাসন ও সাংবাদিকদের উচিত কারা কালো টাকা ছড়াচ্ছে তাদের খুঁজে বের করা। আমি ভোটের মাঠে আছি, জনগণই আমার আস্থা।’ 

তিনি বলেন, ‘আমি কখনও কারও ক্ষতি করিনি। আমার গণবিরোধী কোনও ভূমিকা নেই। আমার ব্যক্তিগত কর্মকাণ্ড ভোটাররা মূল্যায়ন করবেন বলে আশাবাদী।’