বন থেকে নারী পোশাকশ্রমিকের লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর গজারী বনের ভেতর থেকে পোশাকশ্রমিক রাশিদা আক্তারের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ ডিসেম্বর) দুপুরে পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি এলাকার মাদুরের ভিটার গজারী বন থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রাশিদা শ্রীপুর পৌরসভার মাধখলা পূর্বপাড়া এলাকার শহিদুল্লার স্ত্রী এবং স্থানীয় ইসরাক নামের পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করতেন।

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, স্থানীয় এক কৃষক ওই বনে গরু চরাতে যান। এ সময় কাঁচা পাতার স্তূপ দেখে এগিয়ে গেলে পাতায় ঢাকা লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের স্বামীর বরাত দিয়ে ওসি আরও জানান, রবিবার সকালে রাশিদা আক্তার বাড়ি থেকে বের হন। পরে আর বাড়ি ফেরেননি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। জঙ্গলে নারীর লাশ পড়ে থাকার খবর পেয়ে রাশিদার স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তার শনাক্ত করে। নিহতের পরিবারের অভিযোগ দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ জঙ্গলে ফেলে রেখে পাতা দিয়ে ঢেকে রেখেছে।