ধলেশ্বরীতে ট্রলারডুবি: লঞ্চের চালকসহ ৩ আসামি কারাগারে

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী ট্রলারকে ডুবিয়ে দেওয়ার ঘটনায় এমভি ফারহান-৬ নামে যাত্রীবাহী লঞ্চের চালক, মাস্টার ও সুকানীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (৯ জানুয়ারি) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর নাহার ইয়াসমিনের আদালত এ আদেশ দেন।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, বেপরোয়া গতিতে লঞ্চ চালিয়ে যাত্রীবাহী ট্রলার ডুবিয়ে দেওয়ার ঘটনায় নৌ পুলিশ মামলা করেছেন। মামলায় গ্রেফতার তিন আসামি লঞ্চের মাস্টার মো. কামরুল হাসান, চালক মো. জসিমউদ্দিন ভূঁইয়া ও সুকানী মো. জসিমকে বৃহস্পতিবার আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত রবিবার শুনানির দিন ধার্য করেছিলেন। এদিন দুপুর তাদের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

ফতুল্লায় ধলেশ্বরী নদীতে গত ৫ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে ১০ জন নিখোঁজ হন। আনুমানিক ৩০ যাত্রী বহনকারী ট্রলারটি এমভি ফারহান-৬ নামে লঞ্চের ধাক্কায় ডুবে যায় নদীতে। বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও ১০ জন নিখোঁজ ছিলেন। তাদের মধ্যে রবিবার নারী ও শিশুসহ চার জনের মরদেহ ভেসে ওঠে। নৌ পুলিশ ও কোস্টগার্ড লাশগুলো উদ্ধার করে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ছয় জন। উদ্ধার করা যায়নি ডুবে যাওয়া ট্রলারটিও।