ধলেশ্বরীতে ট্রলারডুবি: শিশুসহ আরও ২ জনের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ধলেশ্বরী নদীতে ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজদের মধ্য থেকে  সোমবার (১০ জানুয়ারি) সকালে শিশুসহ আরও দুই জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সকালে ভাসমান অবস্থায় লাশ দুটি পাওয়া যায়। এরআগে, রবিবার নিখোঁজ ১০ যাত্রীর মধ্যে ছয় জনের লাশ উদ্ধার করা হয়। সোমবারের উদ্ধার হওয়া দুই জন নিয়ে মোট আট জনের লাশ উদ্ধার করা হয়েছে। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন এসব তথ্য নিশ্চিত করেছেন। 

ধলেশ্বরীতে ট্রলারডুবি: লঞ্চের চালকসহ ৩ আসামি কারাগারে

তিনি জানান, সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ধলেশ্বরী নদীতে ষষ্ঠ দিনের উদ্ধার কার্যক্রম শুরু করে। লাশ ভাসতে দেখে এক শিশু ও এক নারীর লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তারা মা ও সন্তান। 

এদিকে ট্রলারডুবির ঘটনায় এমভি ফারহান-৬ নামে যাত্রীবাহী লঞ্চের চালক, মাস্টার ও সুকানিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর নাহার ইয়াসমিনের আদালত এই আদেশ দেন।

উল্লেখ্য, বুধবার সকাল সাড়ে ৮ টায় বক্তাবলী ঘাট থেকে ফতুল্লার ধর্মগঞ্জ ঘাটমুখী ট্রলারটিকে বরিশাল থেকে ঢাকামুখী এমভি ফারহান-৬ যাত্রীবাহী লঞ্চ ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। এ সময় ৩০-৪০ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও প্রায় ১০ জন নিখোঁজ হন।