সিসিটিভি ক্যামেরা খুলে ফেলা হচ্ছে: অভিযোগ তৈমুরের

নারায়ণগঞ্জের যেসব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা আছে সেগুলো খুলে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। ক্যামেরা না খোলার জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধও করেন তিনি।

শুক্রবার (১৪ জানুয়ারি) প্রচারণা শেষে রাত দশটায় নগরীর মাসদাইরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন তৈমুর।

তৈমুর আলম বলেন, ‘নির্বাচন কমিশন বলছে, ইভিএম মেশিন নষ্ট হলে বা হ্যাং করলে তা মেরামতের জন্য প্রতি কেন্দ্রে একজন করে টেকনিশিয়ান থাকবে। মেশিন মেরামত করার আগে এজেন্টদের দেখিয়ে যেন তা করা হয়।’

নির্বাচনি এজেন্টদের কেন্দ্রে প্রবেশ এবং ভোটগণনা পর্যন্ত নিরাপত্তা দেওয়ার দাবিও জানান তৈমুর।

নাসিক নির্বাচনকে ঘিরে নগরীর বিভিন্ন বাড়িঘর, হোটেল, সার্কিট হাউজ, ডাকবাংলোয় বহিরাগত লোকজনে ভরে গেছে বলে অভিযোগ তার। তিনি বলেন, ভোটের দিন এরা কেন্দ্রে বিশৃঙ্খলা করতে পারে।

তৈমুর বলেন, ‘আমার লোকজনও যদি কেন্দ্রে সহিংসতা করে তবে সেটা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়বে। তৃতীয় চোখ হিসেবে সাক্ষী থাকুক সিসিটিভি। অন্য কেউ সহিংসতা করলে সেটাও ধরা পড়বে।’