ভোটের পরিবেশ আপাতত ভালো দেখছি: তৈমুর আলম

সুষ্ঠু ভোট হলে লক্ষাধিক ভোটে জয়লাভ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। ভোটের পরিবেশ ‘আপাতত ভালো রয়েছে’ বললেও তিনি অভিযোগ করেছেন, একটি কেন্দ্রে তার এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। আইডি কার্ডের জন্য অনেকে কেন্দ্রে ভোটারদের ঢুকতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

রবিবার (১৬ জানুয়ারি) সকালে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের ইসলামিয়া ফাজিল মাদরাসায় ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির দলীয় পদ থেকে অব্যাহতি পাওয়া এ নেতা। বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিলে স্বতন্ত্র হিসেবে হাতি প্রতীকে নির্বাচন করছেন তৈমুর আলম।

সকালে ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই আইনশৃঙ্খলাবাহিনীর নিরাপত্তায় বাসা থেকে ভোট কেন্দ্রে এসে ভোট দেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, ‘ভোট সম্পর্কে এখনই কিছু বলা যাবে না। তবে জনস্রোত আমার দিকে, হাতির দিকে, পরিবর্তনের দিকে আছে ইনশাআল্লাহ। আপনারা অপেক্ষা করেন, পর্যবেক্ষণ করেন।... ভোটের ব্যবধান হবে লক্ষাধিক। সুষ্ঠু ভোট হলে আল্লাহর রহমতে লক্ষাধিক ভোটের ব্যবধানে জয় হবে।’

এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘চূড়ান্ত ভালো বলবো ভোটের শেষে। ভোট গণনার পর, এর আগে বলা যাবে না।’

সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন এর ৫ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্রে একজন এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি অভিযোগ করে তিনি বলেন, ‘আমি ওই এলাকার আমাদের নেতাদের বিষয়টি দেখার জন্য বলেছি এবং এটি দেখার জন্য আমি নিজেও সেখানে যাচ্ছি।’

এসময় ইভিএমে ভোট দিতে ভোটারদের এনআইডি নিয়ে ‘হয়রানি’ না করার অনুরোধ জানান তৈমুর আলম। তিনি বলেন, ‘আইডি কার্ড ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না কেন্দ্রে। ভোটে আইডি কার্ড লাগবে এ কথা বলা হয়নি, আঙ্গুলের ছাপ মিললেই হবে। আইডি কার্ডের জন্য লোকজনকে পুলিশ আটকাচ্ছে, এটা যেন না করা হয়। তবে এলাকায় যাতে বহিরাগতদের প্রবেশ করতে দেওয়া না হয় সে জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি আহ্বান জানান তৈমুর আলম খন্দকার।

তৈমুর-আলম

এসময় তিনি কেন্দ্র থেকে সিসি ক্যামেরা সরিয়ে নেওয়ায় নিজের ক্ষোভ পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমি মনে করি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার প্রয়োজন রয়েছে।’