নাসিক নির্বাচন

অভিজ্ঞতা কম থাকায় ইভিএমের ভোটে ধীরগতি: জেলা প্রশাসক

ইভিএমে ভোট দেওয়ার বিষয়ে সাধারণ ভোটারদের অভিজ্ঞতা কম থাকায় বিভিন্ন কেন্দ্রে ধীরগতি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। তিনি বলেন, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে। তিনটি কেন্দ্রে ইভিএমের বিষয়ে আপত্তি পেয়েছি। এরমধ্যে বন্দরের দুটি কেন্দ্র রয়েছে। আমরা ব্যবস্থা নিয়েছি, আমাদের রিজার্ভ মেশিন আছে। এছাড়া ইভিএমে ভোট দেওয়ার বিষয়ে অনেকের অভিজ্ঞতা নেই। সে কারণে ভোট ধীরগতিতে হয়েছে। 

রবিবার (১৬ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটি এলাকার সরকারি তোলা রাম কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।   

ভোটের পরেও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন তৎপর থাকবে উল্লেখ করে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে। ফলাফল প্রকাশের পরেও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে জেলার পুলিশ সুপার মো. জায়েদুল আলম বলেন,  শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। প্রতিটি কেন্দ্রে সব প্রার্থীর এজেন্ট রয়েছে। ২৭টি ওয়ার্ডে আইন-শৃঙ্খলা রক্ষায় ২৭টি টিম কাজ করছে। ১৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। র‌্যাব-পুলিশ-বিজিবি ও আনসার মিলিয়ে পাঁচ হাজার সদস্য নিরাপত্তার দায়িত্বে আছেন।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ শহরজুড়ে চার স্তরের নিরাপত্তা বলয় থাকছে। প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। নারায়ণগঞ্জের ১৯২টি ভোটকেন্দ্রের প্রতিটিতে আইনশৃঙ্খলা বাহিনীর ২৬ জন করে সদস্য কাজ করছেন বলে জানান তিনি।