কারচুপি না হলে রায় মেনে নেবো: তৈমুর আলম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেছেন, নির্বাচনে দৃশ্যমান কোনও কারচুপি না হলে জনগণ যে রায় দেবে তা মেনে নেবো। রবিবার (১৬ জানুয়ারি) ভোটগ্রহণ শেষ হওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তৈমুর বলেন, ‘গোলযোগ ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়েছে। তবে নির্বাচনে বিতর্কিত কিছু হয়েছে কিনা সেটা দেখতে হবে। কারণ ইভিএমে ভোট গ্রহণের বিষয়ে আমাদের শঙ্কা আছে। অনেক জায়গায় ইভিএম মেশিন হ্যাং হয়ে গেছে।’

তিনি বলেন,  নির্বাচন কমিশনের দৃশ্যমান কোনও কারচুপি না করলে জনগণের যেকোনও রায় মেনে নেবো।

তবে তার অভিযোগ নির্বাচনে তাকে অনেক ডিস্টার্ব করা হয়েছে, অনেক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।