নারায়ণগঞ্জে কাউন্সিলর হলেন যারা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে আওয়ামী লীগের ১৬ জন, স্বতন্ত্র ১৬ জন (বিএনপি নেতা), জাতীয় পার্টির ২ জন, বাসদের ১ জন ও দল নিরপেক্ষ দুইজন নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতরা হচ্ছেন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে এক নম্বর মাকসুদা মোজাফ্ফর (আওয়ামী লীগ ), দুই নম্বর মনোয়ারা বেগম (আওয়ামী লীগ), তিন নম্বর আয়েশা আক্তার (বিএনপি নেতা), চার নম্বর মিনোয়ারা বেগম (আওয়ামী লীগ), পাঁচ নম্বর শারমিন হাবিব বিন্নি (আওয়ামী লীগ), ৬ নম্বর আফসানা আফরোজ বিভা (বিএনপি নেতা), ৭ নম্বর ওয়ার্ডে শিউলি নওশাদ (জাপা), ৮ নম্বর ওয়ার্ডে শাওন অংকন (বিএনপি নেতা), ৯ নম্বর সানিয়া আক্তার (দল নিরপেক্ষ)।

সাধারণ কাউন্সিলর পদে এক নম্বর আনোয়ার হোসেন (আওয়ামী লীগ) দুই নম্বর ইকবাল হোসেন (বিএনপি নেতা), তিন নম্বর শাহজালাল বাদল (আওয়ামী লীগ), ৪ নম্বর নুর উদ্দিন মিয়া (বিএনপি নেতা), ৫ নম্বর গোলাম মুহাম্মদ সাদরিল (বিএনপি নেতা), ৬ নম্বর মোহাম্মদ মতিউর রহমান (আওয়ামী লীগ), ৭ নম্বর মোহাম্মদ মিজানুর রহমান খান রিপন (আওয়ামী লীগ), ৮ নম্বর মোহাম্মদ রুহুল আমিন (আওয়ামী লীগ), ৯ নম্বর  ইস্রাফিল প্রধান (বিএনপি নেতা), ১০ নম্বর ওয়ার্ডে ইফতেখার আলম খোকন (আওয়ামী লীগ), ১১ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ অহিদুল ইসলাম ছক্কু (বিএনপি নেতা), ১২ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ শওকত হাশেম (বিএনপি নেতা), ১৩ নম্বর ওয়ার্ডে মাকসুদুল আলম খন্দকার খোরশেদ (বিএনপি নেতা), ১৪ নম্বর ওয়ার্ডে মনিরুজ্জামান মনির (আওয়ামী লীগ), ১৫ নম্বর ওয়ার্ডে অসিত বরন বিশ্বাস (বাসদ), ১৬ নন্বর ওয়ার্ডে মোহাম্মদ রিয়াদ হোসেন (আওয়ামী লীগ), ১৭ নম্বর ওয়ার্ডে আব্দুল করিম বাবু (আওয়ামী লীগ), ১৮ নম্বর ওয়ার্ডে কামরুল হাসান মুন্না (আওয়ামী লীগ), ১৯ নম্বর ওয়ার্ডে মোখলেসুর রহমান চৌধুরী (আওয়ামী লীগ), ২০ নম্বর ওয়ার্ডে শাহেন শাহ্ আহমেদ (বিএনপি নেতা), ২১ নম্বর ওয়ার্ডে শাহীন মিয়া (আওয়ামী লীগ), ২২ নম্বর ওয়ার্ডে সুলতান আহমেদ ভূইয়া (বিএনপি নেতা), ২৩ নম্বর ওয়ার্ডে আবুল কাওসার আশা (বিএনপি নেতা), ২৪ নম্বর ওয়ার্ডে আফজাল হোসেন (জাতীয় পার্টি), ২৫ নম্বর ওয়ার্ডে এনায়েত হোসেন (বিএনপি নেতা), ২৬ নম্বর ওয়ার্ডে  সামসুজ্জোহা (বিএনপি নেতা), ২৭ নম্বর ওয়ার্ডে সিরাজুল ইসলাম (আওয়ামী লীগ)।