গুঁড়িয়ে দেওয়া হলো তিন ইটভাটা, ২৭ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের ঘাটাইলে তিনটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়াসহ ৯টির মালিককে সাড়ে ২৭ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় স্থাপিত ইটভাটায় অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদফতর।

অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের সদরদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদা পারভীনের নেতৃত্বে একটি দল। এ সময় পুলিশ ও ফায়ার সার্ভিস সহায়তা করে।

টাঙ্গাইল পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক জমির উদ্দিন বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন বিধি লঙ্ঘনের দায়ে লাউয়াগ্রাম, চাঁনতারা ও আন্দিপুর এলাকায় স্থাপন করা লিটন ব্রিকসকে পাঁচ লাখ, কেআরবিকে তিন লাখ ও এমপিবি ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানাসহ তিনটি ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, আন্দিপুর এলাকার সচল ব্রিকসকে তিন লাখ, চাঁনতারা এলাকার নাঈম ব্রিকসকে আড়াই লাখ, আশা ব্রিকসকে দুই লাখ, ধলাপাড়া এলাকার ভিআইপি ব্রিকসকে পাঁচ লাখ, সাথী ব্রিকসকে দুই লাখ ও রূপসা ব্রিকসকে তিন লাখ টাকা করে জরিমানা করা হয়। অভিযানে মোট ৯টি ইটভাটার মালিককে সাড়ে ২৭ লাখ টাকা জরিমানা করা হয়।’

তিনি আরও বলেন, ‘ঘাটাইল উপজেলার ৫৬টি ইটভাটার মধ্যে লাইসেন্স রয়েছে মাত্র ৯টির। সেগুলোর হালনাগাদ নবায়ন আছে। যেগুলো শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে স্থাপন করা হয়েছে, সেগুলোকে নবায়ন দেওয়া হয়নি।’