যমুনা টিভির সাংবাদিককে মারধর, প্রধান আসামি কারাগারে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আল আমিন হক অহনকে মারধরের ঘটনায় গ্রেফতার প্রধান আসামি সৈকত হোসেন বাবুকে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার বিকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে দুপুরে রূপগঞ্জ থানা পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করে বাবুকে নারায়ণগঞ্জ আদালতে পাঠায়। কিন্তু একজন আইনজীবী মারা যাওয়ায় আজ আদালত বসেনি। পরে তাকে কারাগারে পাঠায় পুলিশ।

সোমবার আসামির রিমান্ড শুনানি হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ আদালতের পরিদর্শক মো. আসাদুজ্জামান। তিনি বলেন, রূপগঞ্জ থানায় দায়ের করা মামলায় বাবুর সাত দিনের রিমান্ড আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা মিরাজ হোসেন। কিন্তু আদালত না বসায় আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার রিমান্ড শুনানি হবে।

এর আগে শনিবার (২২ জানুয়ারি) বিকালে বাণিজ্য মেলা থেকে খবর সংগ্রহ করে ফেরার পথে মোটরসাইকেলকে সাইড না দেওয়ার অভিযোগে সাংবাদিক আল আমিন হককে মারধর করেন বাবু ও তার সহযোগীরা। এ ঘটনায় মামলা করেন আল আমিন। রাতেই অভিযান চালিয়ে বাবুকে গ্রেফতার করে পুলিশ।