ফতুল্লায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মোস্তফা কামাল নামে এক যুবক দগ্ধ হয়েছেন। রবিবার রাত ১১টায় ফতুল্লার মাসদাইর গোরস্থান এলাকায় অবস্থিত এএস টাওয়ার নামক ১০ তলা ভবনের নীচ তলায় এ ঘটনা ঘটে। ভবনটি পুলিশ ওই এলাকার আমেনা গার্মেন্টসের মালিক মো. হারুন মিয়ার বলে জানা গেছে।

দগ্ধ মোস্তফা কামাল (৩৫) মাসদাইর এলাকার ডাচবাংলা ব্যাংকের এটিম বুথের নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করেন। তিনি ওই ভবনের নীচ তলায় ব্যাচেলর হিসেবে ভাড়ায় বসবাস করছিলেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের মন্ডল পাড়ার সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, ১০তলা বাড়িটির নীচ তলায় পুরো ভবনের গ্যাস সিলিন্ডার রাখা হয়েছে। সেখান থেকে পাইপের মাধ্যমে উপরে প্রতিটি তলায় গ্যাস লাইন দেয়া হয়েছে।

ভবনের নীচ তলায় ছোট কক্ষে থাকেন ডাচবাংলা ব্যাংকের এটিম বুথের নিরাপত্তা প্রহরী মোস্তফা কামাল। রাতে কাজ শেষে তিনি কক্ষে ফেরেন। পরে রান্না ঘরে চুলা জ্বালাতে গেলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং পুরো ভবন কেঁপে ওঠে। এসময় তিনি দগ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করেন৷

তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, সিলিন্ডার গ্যাসের পাইপ লিকেজ ছিলো। পাইপ দিয়ে গ্যাস নির্গত হয়ে রুমে জমে ছিলো। ওই সময় রুমের দরজা জানালা বন্ধ থাকায় চুলা জ্বালাতে গেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরনের সময় বিকট শব্দ ও নীচ তলা থেকে ভবনের ৭ তলা পর্যন্ত রুমের জানালার কাচঁ ভেঙে পড়েছে। আমরা ঘটনার তদন্ত করে আরো বিস্তারিত জানাতে পারবো।’

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একজন দগ্ধ হয়েছেন৷