ফাঁকা মাঠে কিশোরীকে পুড়িয়ে হত্যা, চেনা যাচ্ছে না লাশ

ফরিদপুর সদর উপজেলার বিলনালিয়া গ্রামের ফাঁকা মাঠে এক কিশোরীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পোড়া লাশের কিছু অংশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত কিশোরীর পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয়দের ধারণা, গতকাল কিংবা তার আগের দিন রাতে ওই কিশোরীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তার বয়স ১২-১৪ বছর হবে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার কৈজুরী ইউনিয়নের বিলনালিয়া গ্রামের গাজীর চর থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, লাশকে বস্তাভর্তি করে এখানে এনে পেট্রল ঢেলে আগুন দেয় হত্যাকারীরা।

পশ্চিম বিলনালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কাজী তারেক বলেন, বিলনালিয়া গ্রামের পেছনের মাঠে কৃষকরা কাজ করতে গিয়ে লাশটি দেখতে পান। হয়তো ওই কিশোরীকে হত্যার পর লাশ এখানে এনে পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শংকর কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আগুনে পোড়া লাশটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ১২-১৪ বছরের কিশোরীর লাশ এটি। এ নিয়ে তদন্ত চলছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ, সিআইডির ক্রাইমসিন টিম, পিবিআইয়ের টিম ঘটনাস্থলে গেছে। পুরো দেহ পুড়ে যাওয়ায় নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সিআইডি এবং পিবিআই আলামত সংগ্রহ করছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনাটির তদন্তে নেমেছে। গতকাল কিংবা তার আগের রাতে এ ঘটনা ঘটেছে।