রাজৈর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভোট দিচ্ছে শিশুরা

মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। সকাল থেকে উপজেলার বেশিরভাগ ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি তেমন দেখা যায়নি।

তবে নির্বাচনে শিশুরা ভোট দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ২৫ নম্বর লুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে ভোটার উপস্থিতি নেই। বাইরে কুকুর, ভোট কেন্দ্রের ভেতরে শিশুরা ভোট দিচ্ছেন। 

কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা শ্যামল বিশ্বাস দুপুরের দিকে জানান, মোট ভোট গ্রহণ করা হয়েছে পাঁচশ’। শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ চলছে। শিশুদের ভোটগ্রহণের বিষয় তিনি কথা বলতে অস্বীকৃতি জানান। তবে সাংবাদিকদের উপস্থিতি দেখে কর্মতৎপরতা বেড়ে যায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের। 

এদিকে নয়াকান্দি, হরিদাসদি মাহেন্দ্রদিসহ বিভিন্ন কেন্দ্রে থেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছে দুইজন প্রার্থী। বর্তমানে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে লড়ছেন রেজাউল করিম শাহীন চৌধুরী। স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন হাজী মোহাসিন মিয়া। তিনি আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, উপজেলায় ১১টি ইউনিয়নে ৬৪টি কেন্দ্রের বুথে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৮৪ হাজার ২১০ ভোট। পুরুষ ভোটার ৯৫ হাজার ৫৯৯ এবং নারী ভোটার ৮৮ হাজার ৫৯৯ জন। 

মাদারীপুরের নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে কোনও অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।