একসঙ্গে দম্পতির বিষপান, প্রাণ গেলো স্বামীর

ফরিদপুরের সালথায় এক দম্পতি একসঙ্গে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে স্ত্রী প্রাণে বেঁচে গেলেও মারা গেছেন স্বামী।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে বিষপান করেন শাহাদাত সরদার (২৮) ও তার স্ত্রী শাবনুর (২২)। বুধবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান শাহাদাত। নিহত শাহাদাত উপজেলার যদুনন্দী ইউনিয়নের জগনাথদী গ্রামের আলীম সরদারের ছেলে।

জানা গেছে, উপজেলার যদুনন্দী ইউনিয়নের জগনাথদী গ্রামের আলীম সরদারের ছেলে শাহাদাতের সঙ্গে একই উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের হান্নান মোল্লার মেয়ে শাবনুরের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে ভালোই চলছিল তাদের সংসার। শাহাদাত কিছুদিন ধরে বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু শাহাদত বিদেশ যাক এটা চাইছিলেন না স্ত্রী শাবনুর। এ নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য চলছিল। এ নিয়ে মঙ্গলবার রাতে একপর্যায়ে ঘরে থাকা কীটনাশক প্রথমে পান করেন শাবনুর। পরে স্বামী শাহাদাতও কীটনাশক পান করেন। বিষয়টি জানাজানির পর রাতেই পরিবারের সদস্যরা দুজনকেই পার্শ্ববর্তী মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সেখানে স্ত্রী কিছুটা সুস্থ হলেও স্বামী শাহাদাত সরদারের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা ঢাকায় স্থানান্তর করেন। ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।

যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিদেশ যাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। প্রথমে স্ত্রী পরে স্বামী বিষপান করেন। শাবনুরকে বাঁচানো গেলেও শাহাদাতকে বাঁচানো সম্ভব হয়নি। শাবনুর কিছুটা সুস্থ রয়েছে। তাকে বাড়িতে আনা হয়েছে।’

সালথা থানার ওসি মো. আসিকুজ্জামান বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’