রাজৈর উপজেলায় চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীর জয়

মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের উপনির্বাচনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী রেজাউল ক‌রিম শা‌হিন চৌধুরী। তিনি ৬০ হাজার ৫৭৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাজী মোহসিন মিয়া আনারস প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৮১৫ ভোট।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হয় ভোট। চলে বিকাল ৪টা পর্যন্ত। এই উপজেলায় ১১টি ইউনিয়নের ৬৪টি কেন্দ্রের বুথে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হয়। গণনা শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা  নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান এ ফল ঘোষণা করেন।

নির্বাচনের রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এরকম সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৩ জুলাই ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজৈর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ মোতালেব মিয়া। এরপর ডিসেম্বরে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।