মুখে নেই মাস্ক, গা ঘেঁষাঘেঁষি করে লাইনে দাঁড়িয়ে ভোটাররা

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ষষ্ঠ ধাপে পাঁচটি ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলছে। ভোট দিতে আসা অধিকাংশ ভোটারের মুখে মাস্ক নেই। গাঁ ঘেঁষাঘেঁষি করে লাইনে দাঁড়িয়ে আছেন। পোলিং এজেন্ট ও আনসার সদস্যদের অনেকের মুখে মাস্ক নেই। স্বাস্থ্যবিধি নিয়ন্ত্রণে কাজ করতে প্রশাসনের কাউকে দেখা যায়নি। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) সকালে বিভিন্ন কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা যায়। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। তীব্র শীত উপেক্ষা করে কেন্দ্রে আসছেন ভোটাররা। পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি।

মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকা হিরা মিয়া নামের এক আনসার সদস্য বলেন, ‘অধিকায়শ ভোটারের মুখেই মাস্ক নেই। সবাই গা ঘেঁষে লাইনে দাঁড়াচ্ছে।’

এই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা লুৎফর রহমান বলেন, ‘স্বাস্থ্যবিধির বিষয়ে সংশ্লিষ্ট প্রার্থীরা ভোটারদের বলবেন। এটা মিটিংয়ের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হয়েছিল। আমরা তারপরও ভোটারদের মাস্ক পরতে বলছি। জায়গা কম থাকায় দূরত্ব বজায় রাখতে সম্ভব হচ্ছে না।’

গা ঘেঁষাঘেঁষি করে লাইনে দাঁড়িয়ে আছেন ভোটাররা

আলমনগর ইউনিয়নের মাদারজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আসলাম তালুকদার বলেন, ‘আমরা ভোটারদের মুখে মাস্ক পরে কেন্দ্রে আসতে বলেছি। কিন্তু অনেকেই মাস্ক নিয়ে আসেনি। ’

এই এলাকার ভোটার রওশন আরা বেগম বলেন, ‘পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য বাড়ি থেকে দ্রুত বের হয়েছি। এজন্য মাস্ক আনতে মনে নেই। গা ঘেঁষে দাঁড়াতে হচ্ছে, কিছু করার নেই।’

খলিলুর রহমান নামের এক ভোটার বলেন, ‘মাস্ক আনতে মনে নেই। অনেকেই মাস্ক পরেনি। আমাদের কোনও সমস্যা হয় না। আর কেন্দ্রের কোনও কর্মকর্তাই আমাদের মাস্ক আনতে বলেননি।’

উপজেলার মির্জাপুর, আলমনগর, হাদিরা, নগদাশিমলা ও ধোপাকান্দি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সাধারণ সদস্য পদে ১৫৫ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৫১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

পাঁচটি ইউনিয়নে ৫০টি কেন্দ্রে মোট এক লাখ  ১৭ হাজার ৭৩ ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৫৮ হাজার ৮৯২ এবং নারী ভোটার রয়েছে ৫৮ হাজার ১৮১ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। এখনও কোথাও ঝামেলার সৃষ্টি হয়নি।