মুরগি টোপ দিয়ে ধরা হলো মেছোবাঘ

রাজবাড়ীর বসন্তপুর ইউনিয়নের উদয়পুরের কাঁঠালতলা গ্রামে এলাকাবাসী ফাঁদ পেতে মুরগি টোপ দিয়ে ধরেছেন বিপন্ন প্রজাতির এক মেছোবাঘ। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ওই গ্রামের ফারুক হোসেনের বাড়িতে মেছোবাঘটি ধরা পড়ে।

বুধবার স্থানীয় যুবক কামরুল ইসলাম জানান, কয়েকদিন আগে মেছোবাঘটি এলাকাবাসীর নজরে পড়ে। গত রাতে মুরগি টোপ দিয়ে ফাঁদ পাতলে সেটি ধরা পড়ে।

এ বিষয়ে বসন্তপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, ‘আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। প্রাণীটিকে প্রশাসনের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।’

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, তাদের ধারণা, এ এলাকাতে আরও কয়েকটি মেছোবাঘ রয়েছে। এ মেছোবাঘটি আটকের পর তারা আতঙ্কে রয়েছেন।