শরীয়তপুরে বিএনপির দুই পক্ষের বিক্ষোভ, শামা ওবায়েদের দুঃখপ্রকাশ

‘সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে চাল-ডাল-তেল, গ্যাস বিদ্যুৎ ও পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির’ প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের মতো শরীয়তপুরেও কর্মসূচি পালন করেছে বিএনপি। তবে এই জেলায় বিভক্ত হয়ে কর্মসূচি পালন করেছেন বিএনপি নেতাকর্মীরা। এতে দুঃখপ্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বুধবার (২ মার্চ) শরীয়তপুর কলেজ মাঠে পাল্টাপাল্টি কর্মসূচি পালনের জন্য পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছিল বিএনপি ও আওয়ামী লীগ। পুলিশ সেখানে কোনও দলকে কর্মসূচি পালনের অনুমতি দেয়নি। এ অবস্থায় দুপুর ১২টায় শরীয়তপুর সদর উপজেলায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান তালুকদারের বাড়িতে সমাবেশের আয়োজন করে বিএনপি। এতে সভাপতিত্ব করেন মাহবুবুর রহমান তালুকদার ও জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম, মাহাবুবুর রহমান তালুকদারসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সমাবেশে অংশ নিয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ‘নির্বাচন কমিশনার এখন মুখ্য বিষয় নয়। মুখ্য হচ্ছে নির্বাচনকালীন সরকার। এই সরকারের আমলে দাবি করে কোনও লাভ নেই, আদায় করে নিতে হবে। দাবি আদায়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা চাই নির্দলীয়-নিরপেক্ষ সরকার। তাছাড়া আমরা কোনও নির্বাচন হতে দেবো না।’

জেলায় আরেকটি পয়েন্টে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে শামা ওবায়েদ বলেন, ‌‘কেন্দ্রীয়ভাবে নির্দেশ দেওয়া হয়েছিল শরীয়তপুর জেলায় একটি কর্মসূচি করার জন্য। কিন্তু দুঃখের বিষয় আপনারা ঐক্যবদ্ধ হতে পারেননি। ছোট একটি জেলা, তাও কয়েকটিভাবে বিভক্ত। আপনার যদি ঐক্যবদ্ধ থাকতেন তাহলে আজ আওয়ামী লীগ কোনও সুবিধা নিতে পারতো না। দেশ ও জনগণকে বাঁচানোর জন্য ঐকবদ্ধ হওয়ার কোনও বিকল্প নেই।’ এরপর তিনি মাদারীপুরে দলীয় সমাবেশে অংশগ্রহণ করেন।