সাভারে আসবাবের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

সাভারে একটি আসবাবপত্রের কারখানায় আগুন লেগেছে। রবিবার (৬ মার্চ) বিকাল সোয়া ৪টায় রাজফুলবাড়িয়ার ‘নাভানা ফার্নিচারে’র কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

স্থানীয়রা জানায়, বিকালে কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় তাদের সঙ্গে ট্যানারি, ডিইপিজেড ও ঢাকা থেকে আরও আটটি ইউনিট যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুর মোহাম্মদ বলেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। আগুন নেভানোর পর বিস্তারিত বলা যাবে।