সাভারে আসবাবের কারখানার আগুন নিয়ন্ত্রণে

সাভারের রাজফুলবাড়িয়া এলাকার ‌নাভানা ফার্নিচার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রবিবার (৬ মার্চ) সন্ধ্যা ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বিকাল সোয়া ৪টায় কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। মুহূর্তে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলে উঠে পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তাদের সঙ্গে ট্যানারি ও ঢাকার ফায়ার সার্ভিসের আটটি ইউনিট যুক্ত হয়ে কাজ শুরু করে।

সাভার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নুরুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ছয় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কারখানা কর্তৃপক্ষের। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।