শীতলক্ষ্যায় লঞ্চডুবি: আরও একজনের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যার চর সৈয়দপুর এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় আরও একজনের লাশ উদ্ধার হয়েছে। এ নিয়ে তৃতীয় দিন লাশ উদ্ধারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনে। এদিন সকালে আরও দুটি লাশ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২২ মার্চ) বিকালে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন সদর নৌ-থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান। তিনি বলেন, ‘বিকালে নিখোঁজ মোসলে উদ্দিন হাতেমের (৬০) লাশ মুন্সীগঞ্জের মুক্তারপুর শাহ সিমেন্ট ফ্যাক্টরির সামনে থেকে উদ্ধার করা হয়েছে। তিনি মুন্সীগঞ্জ সদরের জুগনি ঘাট এলাকায় বসবাস করতেন।’

এদিকে সকালে আরও দুটি লাশ উদ্ধারের কথা জানিয়ে হাফিজুর রহমান বলেন, ‘মুক্তারপুর শাহ সিমেন্টের পাশের এলাকার নদী থেকে আব্দুল্লাহ আল জাভের (৩০) এবং বন্দরের হরিপুর পাওয়ার প্ল্যান্ট ঘাট থেকে নিখোঁজ শিশু আরোহীর (৩) লাশ উদ্ধার করা হয়। জাভের ঢাকার ডেমরার আবদুল্লাহ আল সিদ্দিকীর ছেলে এবং আরোহী মুন্সীগঞ্জের গজারিয়া ইসমানির চর এলাকায় জয় রাজবংশীর ছোট মেয়ে।

দুর্ঘটনার তৃতীয় দিন পর্যন্ত ১১ জনের লাশ উদ্ধার হয়েছে। তবে ১০ জনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কারণ হিসেবে এসআই হাফিজুর রহমান বলেন, ‘সোমবার সকালে শাহ সিমেন্ট ঘাট এলাকা থেকে উদ্ধার লাশটি নৌ-দুর্ঘটনায় নিখোঁজ কারও নয় বলে নিশ্চিত হওয়া গেছে।’

প্রসঙ্গত, রবিবার (২০ মার্চ) দুপুরে শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকায় এমভি রূপসী-৯ নামে কার্গো জাহাজের ধাক্কায় মুন্সীগঞ্জগামী লঞ্চ এমএল আফসার উদ্দিন ডুবে যায়। এ সময় লঞ্চের ১৫ থেকে ২০ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। প্রথম দিন ছয়টি, দ্বিতীয় দিন দুটি এবং তৃতীয় দিন তিনটি লাশ উদ্ধার করা হয়।