বাসচাপায় শ্রমিক আহত

৩ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু

গাজীপুরের বোর্ড বাজার (মালেকের বাড়ি) এলাকায় বাসচাপায় শ্রমিক আহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন সহকর্মীরা। এরপর তারা বাসটিতে আগুন ধরিয়ে দেন।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুর ২টায় এ ঘটনা ঘটে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তিন ঘণ্টা পর শ্রমিকরা অবরোধ তুলে নেন। আহত শ্রমিক মনির হোসেন (২৭) গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকার আলিফ। তিনি ক্যাজুয়াল লিমিটেডে ইলেক্ট্রিশিয়ান পদে কর্মরত।

আরও পড়ুন: গাজীপুরে শ্রমিককে চাপা দেওয়া বাসে আগুন, সড়ক অবরোধ

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও শ্রমিকরা জানান, কলম্বিয়া কারখানার সামনে মহাসড়ক পার হওয়ার সময় ওই শ্রমিক বাসচাপায় গুরুতর আহত হন। খবরটি সহকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়লে বাসটিতে আগুন ধরিয়ে দেন। এরপর সড়ক অবরোধ করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে চলাচলকারী কয়েকটি যানবাহনের গ্লাস ভাঙচুর করেন।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু জানান, বিকাল সাড়ে ৪টার দিকে পরিবহন শ্রমিক-মালিক পক্ষের প্রতিনিধি ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বিভিন্ন শাখার প্রতিনিধিদের সঙ্গে শ্রমিকদের আলোচনা হয়। বোর্ড বাজার এলাকায় সড়ক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পরার্মশ করে সড়ক বিভাজন করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। এছাড়া বুধবার (২৩ মার্চ) পরিবহন শ্রমিক-মালিকপক্ষের কাছ থেকে আহত পোশাক শ্রমিকের রুটি-রুজির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা। বিকাল সাড়ে ৫টার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।