পোশাককর্মীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পোশাককর্মীকে রাতভর আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ মার্চ) রাতে পুলিশ অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করেছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, এ ঘটনায় মঙ্গলবার ভুক্তভোগী পোশাককর্মী বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার হাটপাচিলের মৃত আয়নালের ছেলে আলমগীর হোসেন ওরফে জনি (২৭), নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর (গাবতলীর) দোহার ভিলার আলমাস ঢালীর ছেলে মাহফুজুর রহমান ওরফে মুন্না (২৬), আড়াইহাজারের পাঁচআনির আব্দুল হাইয়ের ছেলে মো. আব্দুল গাফফার (২৫)।

মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রেফতার আলমগীর ও ভুক্তভোগী পোশাককর্মী মাসদাইরের একটি কারখানায় কর্মরত ছিলেন। সেখানে চাকরি করাকালে আলমগীর তাকে কু-প্রস্তাব দেয়। এ বিষয়ে পোশাক কারখানা কর্তৃপক্ষকে জানালে আলমগীরকে চাকরিচ্যুত করা হয়। রবিবার (২০ মার্চ) রাত ৮টায় ভুক্তভোগী নিজ কর্মস্থল থেকে বের হলে পথে আলমগীরের সঙ্গে দেখা হয়। এ সময় কৌশলে তাকে একটি অটোরিকশায় করে বক্তবলী চর রাজাপুর এলাকায় একটি খামারে নিয়ে আলমগীর ধর্ষণ করে চলে যায়। পরে অপর আসামি মুন্না ও গাফফার তাকে রাতভর আটকে রেখে একাধিকবার পালাক্রমে ধর্ষণ করে। এতে অসুস্থ হয়ে পড়লে পরের দিন সকাল ৮টার তাকে একটি অটোরিকশায় তুলে দেওয়া হয়। এ সময় তারা ওই পোশাককর্মীর ব্যবহৃত মোবাইল ফোনটি রেখে দেয়।

ওসি রকিবুজ্জামান জানান, এ ঘটনায় অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।