বাড়ির উঠানে গাঁজা চাষ, কারাগারে দুই ভাই

ফরিদপুরের মধুখালীতে বাড়ির উঠানে গাঁজা চাষের অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে ফরিদপুরের আমলি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ডুমাইন ইউনিয়নের সিধলাজুড়ি গ্রামের মৃত যতীন্দ্রনাথ রায়ের ছেলে জয়দেব কুমার রায় (৬০) ও মৃত রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে রাম প্রসাদ বিশ্বাস (২৮)। তারা একে-অপরের চাচাতো ভাই।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, বাড়ির উঠানে গাঁজা চাষ করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে উপজেলার ডুমাইন ইউনিয়নের সিধলাজুরি গ্রামে বুধবার সন্ধ্যায় অভিযান চালানো হয়। অভিযানের সময় দেখা গেছে, ওই গ্রামের জয়দেব কুমার রায়ের বাড়িতে চারটি গাঁজা গাছ রয়েছে। তখন জয়দেব রায়কে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, জয়দেবের সঙ্গে তার চাচাতো ভাই রাম প্রসাদ ওই গাছগুলোর পরিচর্যা করতেন। সে কারণে রাম প্রসাদকেও গ্রেফতার করা হয়। ওই বাড়ি থেকে চারটি গাঁজার গাছ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের আমলি আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।