মিঠামইন-ইটনার উন্নয়ন কর্মকাণ্ড দেখলেন রাষ্ট্রপতি

কিশোরগঞ্জের মিঠামইন ও ইটনা উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার (২৮ মার্চ) বিকালে মিঠামইনের হাসানপুর ব্রিজ এবং চং নোয়াগাঁওয়ে বালিখোলা ফেরিঘাটসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন তিনি।

পরে ইটনায় নির্মাণাধীন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন। এ সময় নির্মাণকাজের অগ্রগতির বিষয়ে রাষ্ট্রপতিকে জানানো হয়। এ ছাড়াও উজানধনু নদীর বলদা ফেরিঘাট পরিদর্শন করেন।

এ সময় স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, জেলা প্রশাসকসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর সন্ধ্যায় ইটনার রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে উপজেলার জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সেখানে রাষ্ট্রপতি বলেন, ‘উজানের ঢলের সঙ্গে বালু আসায় হাওর এলাকার খাল, বিল, নদ-নদী ক্রমান্বয়ে ভরাট হচ্ছে। এতে হাওর এলাকার পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে জীবন-জীবিকাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

হাওর বাংলাদেশের অনন্য প্রাকৃতিক সম্পদ উল্লেখ করে তিনি বলেন, ‘হাওর এলাকায় যেকোনও উন্নয়ন প্রকল্প নেওয়া সময় পরিবেশের বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে।’