ভাঙ্গা হাইওয়ে থানার সেই ওসি বদলি

সংবাদ সম্মেলনে বিতর্কিত বক্তব্য দেওয়া ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম আসাদুজ্জামানকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। তাকে সংযুক্ত করা হয়েছে মাদারীপুর হাইওয়ে রিজিওনাল অফিসে।

আদেশ পাওয়ার পর শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যায় তিনি ভাঙ্গা ছেড়ে ফরিদপুর হাইওয়ে পুলিশ সুপারের কার্যালয়ে চলে আসেন। গত ৬ এপ্রিল ভাঙ্গা হাইওয়ে থানায় ট্রাফিক ইন্সপেক্টর (টি আই) হিসেবে যোগ দেন আসাদুজ্জামান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা না থাকায় তিনি ওসির দায়িত্বে ছিলেন।

গত বুধবার সন্ধ্যায় যোগদানের পরদিন (বৃহস্পতিবার) সকালে ভাঙ্গা থানা হাইওয়ে পুলিশের কার্যালয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন করেন আসাদুজ্জামান। সেখানে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

আরও পড়ুন: পুলিশ ছাড়া অন্য কেউ চাঁদাবাজি করলে দায়িত্ব নেবে না হাইওয়ে পুলিশ

বক্তব্যের শেষ দুটি লাইন নিয়ে ব্যাপক আলোচিত হয়। এতে লেখা ছিল, ‘হাইওয়ে পুলিশ ব্যতীত অন্য কোনও সংগঠন বা ব্যক্তি মহাসড়কে চাঁদাবাজি করলে তার দায়-দায়িত্ব হাইওয়ে পুলিশ নেবে না।’ এই বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।

হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিওনের ফরিদপুরের পুলিশ সুপার হামিদুল আলম বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত না করে সংবাদ সম্মেলন করে অসঙ্গতিপূর্ণ কথা বলেছিলেন আসাদুজ্জামান। তার সংবাদ সম্মেলনে ভাষাগত কিছু ভুল ছিল। শুক্রবার তাকে ভাঙ্গা হাইওয়ে থানা থেকে তাৎক্ষণিক বদলি করে হাইওয়ে পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।