সাভারে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

সাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণ এসেছে। আড়াই ঘণ্টার চেষ্টায় শুক্রবার (১৫ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। 

এর আগে দুপুর পৌনে ৩টায় আশুলিয়ার জিরাবো এলাকার ম্যাগপাই কম্পোজিট লিমিটেড নামে পোশাক কারখানার সপ্তম তলায় আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, দুপুরে কারখানার সপ্তম তলা থেকে ধোঁয়া বের হতে থাকে। মুহূর্তে পুরো মেঝেতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয়। পরে আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর পুতিরাম মন্ডল বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।