টাঙ্গাইলে ৪৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নারী গ্রেফতার

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় প্রতারণা করে ৪৪ লাখ ৬৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মনোয়ারা খাতুন (৪৫) নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১৭ এপ্রিল) উপজেলার গাছাবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-১২। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন র‍্যাব-১২ এর সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই নারীর বিরুদ্ধে দুটি প্রকল্পের নামে স্থানীয় লোকজনের কাছ থেকে প্রায় ৪৪ লাখ ৬৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। তিনি স্থানীয় লোকজনকে বলতেন, তার প্রকল্পে কেউ যদি দুই লাখ টাকা শেয়ার করেন, তাহলে প্রায় ৫০ লাখ টাকা পাওয়া যাবে। বাংলাদেশ ব্যাংক থেকে আট বছর সুদমুক্ত ঋণ আট বছর পর থেকে ২ শতাংশ মুনাফা হারে ঋণ দেওয়ার কথা জানান। বাংলাদেশ ব্যাংক থেকে বিনা সুদে টাকা ঋণের নামে তিন বছর ধরে প্রতারণা করে আসছিলেন মনোয়ারা।

মোহাম্মদ আনিসুজ্জামান জানান, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা তাকে গ্রেফতার করা হয়ে। পরে তার বিরুদ্ধে মধুপুর থানায় একটি মামলা করা হয়েছে।