শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে চাপ বেড়েছে যাত্রী ও যানবাহনের

মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। রবিবার (২৪ এপ্রিল) সকাল থেকে ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে পণ্যবাহী ট্রাকসহ দুই শতাধিক গাড়ি। 

সরেজমিন দেখা যায়, শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথের মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে সাতটি ফেরিতে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। তবে পারাপারের ক্ষেত্রে ফেরির তুলনায় লঞ্চে যাত্রীদের আগ্রহ বেশি দেখা গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) শিমুলিয়া ঘাটের পরিবহন পরিদর্শক মো. সোলেমান বলেন, ‌‘ভোর সাড়ে ৬টা থেকে এই নৌপথে ১৫৩টি স্পিডবোট ও ৮৩টি লঞ্চ চলাচল করছে। ফেরির সংখ্যা কম থাকায় লঞ্চেই বেশি সংখ্যক যাত্রী পারাপার হচ্ছে। স্পিডবোট চলাচল করে সকাল ৬টা থেকে বিকাল ৬টা পর্যন্ত এবং লঞ্চ চলাচল করে রাত ৮টা পর্যন্ত।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন বলেন, ‘শিমুলিয়া ঘাটে যানবাহনের তেমন চাপ নেই। দক্ষিণ বঙ্গের অন্যতম এই নৌপথে সকাল থেকে একটি মিনি রো রো ফেরি, দুটি মিডিয়াম ও দুটি ডাম্প ফেরিসহ মোট সাতটি ফেরি চলাচল করছে। সকাল থেকে যানবাহনের চাপ ছিল। তবে দুপুর পর্যন্ত চাপ কমে যাবে বলে আশা করছি।’

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ‘ঘাটে যানবাহনের তেমন চাপ নেই। ফেরি পারাপার স্বাভাবিক রয়েছে। দিনের বেলায় শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে সাতটি ফেরি চলাচল করছে। তবে রাতের বেলায় দুই নৌপথ মিলিয়ে চারটি ফেরি চলাচল করে।’