মুন্সীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৪

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার তন্তর ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চিটাচুনী গ্রামের নায়েব আলীর ছেলে মোশারফ হোসেন (৩৮), কসবা থানার মাহফুজ মিয়ার ছেলে ফারুক (৩৪), নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার রোশন আলীর ছেলে এরদোয়েন (৩১) ও দক্ষিণ কেরাণীগঞ্জ উপজেলার আব্দুর রশিদের ছেলে দুলাল (৩২)।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে শ্রীনগর থানা পুলিশ জানতে পারে তন্তুর ইউনিয়নের কুমারবাড়ি সেতুর পশ্চিম পাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে ডাকাতরা। খবর পেয়ে রাত ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় সবুজ রংয়ের সিএনজি পালানোর চেষ্টা করে। তখন পুলিশের গাড়ি দিয়ে সিএনজিকে ব্যারিকেড দিয়ে তাদের গ্রেফতার করা হয়। সেই সঙ্গে তাদের কাছ থেকে আটটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়। 

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বলেন, রাতেই চার জন ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।