৮৫ হাজার টাকার জাল নোটসহ আটক ৪

রাজবাড়ীতে সাড়ে ৮৫ হাজার টাকার জাল নোটসহ একটি প্রাইভেটকার ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এই ঘটনায় তিন নারী ও প্রাইভেটকার চালককে আটক করেছে পুলিশ।

শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা হাইওয়ে থানার সামনে চেকপোস্ট বসিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা পাংশাগামী প্রাইভেটকারে থাকা নারীর ব্যাগ থেকে এসব জাল টাকা উদ্ধার করা হয়। এতে ১৫টি ৫০০ টাকার ও ৭৮টি এক হাজার টাকার জাল নোট রয়েছে।

আটকরা হলেন- ফরিদপুর সদর উপজেলার আনসার কাজীডাঙ্গী গ্রামের এনামুলের স্ত্রী শিউলী (২৩), একই এলাকার ফজলুল হকের স্ত্রী মমতাজ বেগম (৫০), মানিকগঞ্জের দৌলতপুর থানার পুলিয়া বাজারের আলতাফ হোসেনের স্ত্রী তাছলিমা বেগম (৩৫) ও প্রাইভেটকার চালক রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পুর্বতেনাপঁচা গ্রামের জহির উদ্দিন মোল্লার ছেলে আমিন মোল্লা (২৮)।

পাংশা হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকার আটক করে সাড়ে ৮৫ হাজার টাকার জাল নোটসহ তিন নারী ও চালককে আটক করা হয়েছে। তারা পেশাদার জাল টাকার ব্যবসা করে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।