শিমুলিয়া ঘাটে যাত্রীদের ভিড় থাকলেও ভোগান্তিহীন পারাপার

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়ার লঞ্চ ও স্পিডবোট ঘাটে শুক্রবার (৬ মে) সকাল থেকে উভয়মুখী যাত্রীদের চাপ রয়েছে। ঈদের ছুটি শেষে অনেকেই রাজধানী ঢাকার কর্মস্থলে ফিরতে শুরু করেছেন।

এদিকে, শিমুলিয়া ফেরিঘাটে দক্ষিণবঙ্গমুখী যাত্রী ও যানবাহনের চাপ স্বাভাবিক রয়েছে। ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে শতাধিক ব্যক্তিগত যানবাহন। কোনও দুর্ভোগ, বিড়ম্বনা ছাড়াই ফেরি আসার সঙ্গে সঙ্গে যানবাহনগুলো ফেরিতে উঠছে। 

অপরপ্রান্ত বাংলাবাজার ও মাঝিকান্দি ঘাট থেকেও নির্বিঘ্নভাবে যানবাহন ও যাত্রীরা ফেরিতে করে শিমুলিয়া ঘাটে ফিরছেন।

শিমুলিয়া ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর জিয়াউল হুদা এসব তথ্য নিশ্চিত করে বলেন, ১০টি ফেরি, ৮৫টি লঞ্চ ও ১৫৩টি স্পিডবোট দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে।