তেল মজুত করে বেশি দামে বিক্রি, সোয়া লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় গুদামে সয়াবিন তেল মজুতের অপরাধে তিন প্রতিষ্ঠানকে এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সকালে উপজেলার ঝিটকা বাজারে অভিযান চালিয়ে তাদের জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

অধিদফতরের মানিকগঞ্জের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে সকালে ঝিটকা বাজারে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, বাজারের কাউসার স্টোর নামের দোকানে প্রচলিত সব ধরনের পণ্য সাজানো আছে, শুধু সয়াবিন তেল নেই। পরে তাদের গুদামে অভিযান চালিয়ে প্রায় সব ব্র্যান্ডের কয়েকশ’ লিটার বোতলজাত তেল পাওয়া যায়। 

এছাড়া অধিক মূল্যের আশায় বোতলজাত তেল কেটে খোলা তেল হিসেবে বিক্রি করছেন। ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অধিক দামে বিক্রির আশায় মজুত করা কয়েকশ’ লিটার তেল বোতলের গায়ের দামে ১৬৮ টাকা লিটার দরে ভোক্তাদের মাঝে বিক্রির ব্যবস্থা করা হয়।

আসাদুজ্জামান রুমেল আরও জানান, একই অপরাধে ঝিটকা বাজারের শাহিন বাণিজ্যালয়কে ৪০ হাজার টাকা এবং গোবিন্দ সাহা ট্রেডার্সকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিন প্রতিষ্ঠানের মোট ৪৫০ লিটার তেল বোতলের গায়ের দামে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন মানিকগঞ্জ ক্যাবের সাধারণ সম্পাদক এবিএম শামসুন্নবী তুলিপ ও ৩৮ ব্যাটালিয়ন আনসার সদস্য। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান আসাদুজ্জামান রুমেল।