মাদক উদ্ধারে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ সদস্য

মাদারীপুরে মাদক উদ্ধার করতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আল-মামুন জানান, বুধবার (১১ মে) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের উত্তরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন– গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক শরীফ আব্দুর রশীদ (৪২), সহকারী উপ-পরিদর্শক শফিউল বাশার (৩২) ও মো. সজীব (৩২)।

এ ঘটনার পর অভিযান চালিয়ে পেয়ারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সবুর খানসহ চার জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় জানা গেছে, দুপুরে উত্তরকান্দি এলাকায় ইউপি সদস্য সবুর খান তার বাড়ির পাশের একটি ঘরে ইয়াবার একটি বড় চালান রেখেছেন। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক শরীফ আব্দুর রশীদের নেতৃত্বে তিন সদস্যে একটি টিম সবুর খানের বাড়িতে অভিযান চালায়। সে সময় ইউপি সদস্য সবুর খান স্থানীয়দের সঙ্গে নিয়ে ভুয়া পুলিশ আখ্যা দিয়ে পুলিশের তিন সদস্যের ওপর হামলা চালায়। পরে তাদের আটকে রেখে বেধড়ক মারধর করা হয়। এ সময় ডিবি পুলিশের ব্যবহৃত একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

খবর পেয়ে ডিবি পুলিশের আরও একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় ঘটনাস্থল থেকে অভিযান চালিয়ে ইউপি সদস্য সবুর খানসহ চার জনকে আটক করে ডিবি পুলিশ।

পরিদর্শক আল-মামুন বলেন, ‘মাদক উদ্ধারে অভিযানে গিয়ে আহত তিন পুলিশ সদস্য সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ। পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’