২১৮০ লিটার তেল মজুত, ৬০ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর ও রিকাবী বাজারের তিন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুই হাজার ১৮০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় তিন প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়। বিষয়টি জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মুন্সীগঞ্জের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। 

তিনি বলেন, অবৈধভাবে সয়াবিন তেল মজুত এবং বোতলের গায়ের আগের নির্ধারিত মূল্য মুছে ফেলার দায়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে রিকাবী বাজারের বাবা শাহজালাল স্টোর থেকে দুই হাজার লিটার, মুক্তারপুরের সাঈদ স্টোর থেকে ৮০ লিটার ও লক্ষ্মী স্টোর থেকে ১০০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। পরে সাঈদ স্টোর ও লিক্ষ্মী স্টোরকে পাঁচ হাজার টাকা করে এবং বাবা শাহজালাল স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত সয়াবিন তেল নির্ধারিত মূল্যে জনসাধারণের মাঝে খোলা বাজারে বিক্রি করা হয়েছে।